৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
ছোটদের একটা চিন্তার জগৎ আছে-আলাদা, একবারেই নিজেদের মতো সুন্দর ও স্বপ্নের আবেশে বেষ্টিত। লিওনার্দো দ্য ভিঞ্চি তাঁর গল্পে সেই অতুল দেশের তলদেশ খুঁড়ে বের করে এনেছেন সেইসব গুপ্তরহস্য, যেগুলো শিশুদের চেতনায় প্রভাব ফেলে ও তাদের ভাবতে শেখায়।
জড়ও কখনও কখনও প্রাণের পৃথিবীতে ফিরে আসে; তারা পরিচিত কণ্ঠের শব্দে সকলের কাছে পরিচিতি পায়। জড়-অজড় প্রতিটি চরিত্রই গল্পের পাতায় পাতায় বাস্তবের মতো মূর্ত হয়ে ওঠে। মানবীয় রূপ নেয়। আর এখানেই লিওনার্দোর গল্পের শক্তি; শিশুদের চেতনায় প্রভাব ফেলে, তাদের ধীরে ধীরে ভাবতে শেখায় আর মস্তিষ্কের সৃজনশীল প্রকোষ্ঠের জানালাগুলো একে একে খুলে দেয়। লিওনার্দো দ্য ভিঞ্চি তুলির রঙের মতো শব্দশৈলীতেও দারুণ প্রতীকময়। তাঁর এই ছোট ছোট গল্প বা ফেবলসগুলো সেই বিশ্বাসকে সুদৃঢ় করে।
বাংলায় লিওনার্দোর গল্পের অনুবাদ এই প্রথম। সহজ ও সাবলীল ভাষা কোমলমতি পাঠকদের আকৃষ্ট করে রাখবে।
বইটি বাংলাদেশে পাঠক মহলে ব্যাপক সমাদৃত হওয়ায় একাধিক সংস্করণসহ কলকাতা থেকেও প্রকাশ হয়েছে।
Title | : | লিওনার্দো দ্য ভিঞ্চির গল্প |
Author | : | মাসুদ খোন্দকার |
Publisher | : | কথাপ্রকাশ |
ISBN | : | 9789845101790 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 192 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মাসুদ খোন্দকার পেশায় কূটনীতিক। ১৯৯১ সালে পররাষ্ট্র সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে ফিলিপিন্স, যুক্তরাজ্য, কানাডা ও ভারতের কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। ২০১৩-১৫ সালে কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি রাষ্ট্রাচার উপ-প্রধান, পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালক, মহাপরিচালক (সার্ক-বিম্সটেক) ও মহাপরিচালক (বহিঃপ্রচার) পদে দায়িত্ব পালন করেন। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্বরত আছেন। মাসুদ খোন্দকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে বিএ (সম্মান) ও এমএ ডিগ্রি লাভ করেন। তিনি কাব্যগ্রন্থ আকণ্ঠ ডুবে আছি জলে ও অনুবাদগ্রন্থ লিওনার্দো দ্য ভিঞ্চির গল্প-এর রচয়িতা। তাঁর লেখা ‘রবীন্দ্র সাহিত্যে বাংলাদেশ’ প্রবন্ধ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রভাবনা’ গ্রন্থে স্থান পেয়েছে।
বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলাস্থ রতœাপালং ইউনিয়নের অধীন খোন্দকার পাড়ায়। তিনি কক্সবাজার জেলার প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ‘খোন্দকার ইতিবৃত্ত’র লেখক জনাব ফরিদ আহমদ খোন্দকার-এর প্রথম সন্তান। তিনি কক্সবাজার জেলার প্রথম পেশাজীবী কূটনীতিক ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা।
If you found any incorrect information please report us